1. engmrjewel@gmail.com : admin :
ফেসবুক ব্যবহার করে বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ, ২০০ কোটির মাইলফলক স্পর্শ। - আইটি জগৎ
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
add

ফেসবুক ব্যবহার করে বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ, ২০০ কোটির মাইলফলক স্পর্শ।

  • বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭৬ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে ফেসবুক হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম । এর ব্যবহারকারীর প্রতিনিয়ত বাড়ছে। এরই ধারাবাহিকতায় এই প্রথমবারের মতো দৈনিক ব্যবহারকারী গড়ে ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছে সংস্থাটি। এই সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার এক–চতুর্থাংশ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা জানিয়েছে ব্যবহারকারী বাড়লেও কমেছে বিক্রি । ১লা জানুয়ারী ২০২৩ তারিখে সংস্থাটি জানায়, ২০১২ সালে কোম্পানি হিসেবে যাত্রা শুরুর পর এই প্রথম বিক্রি কমেছে প্রতিষ্ঠানটির। তবে এর পরিমাণ আশঙ্কার চেয়ে তুলনামূলক কম বলে দাবি করেছে তারা।

সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্রতিষ্ঠান বলেছে, ২০২২ সালের তাদের বিক্রি ১ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই সাফল্যের পেছনে মেটার ভিডিও সার্ভিসের অবদানের কথা উল্লেখ করেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা রিলের ছোট ছোট ভিডিও দেখতে পারেন। অবশ্য চীনের মালিকানাধীন প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে রিলকে।

মার্ক জাকারবার্গ দাবি করে বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দৈনিক ব্যবহারকারী অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি। গত বছর মেটা বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছিল, ফেসবুকে এই প্রথম দৈনিক ব্যবহারকারী কমছে। তারা ইঙ্গিত দিয়েছিল, মেটা এখন মেটাভার্স হিসেবে পরিচিত ভার্চুয়াল রিয়েলিটিতে বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে।

তবে গত ডিসেম্বরে বছরের প্রথম দিকের তুলনায় দৈনিক ব্যবহারকারী ৪ শতাংশ বেড়েছে। ইউরোপের দেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডায়ও ব্যবহারকারী বেড়েছে।

মেটা বলেছে, তাদের সব অ্যাপে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেশ বেড়েছে।

২০২২ সাল ছিল মেটার জন্য খারাপ একটি বছর। ২০২২ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা প্রতিষ্ঠানের মোট ১৩ শতাংশ বা ১১ হাজার কর্মীকে ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটির ইতিহাসে কখনও এক সঙ্গে এত কর্মী ছাঁটাই করা হয়নি।

জাকারবার্গ বলেন, ২০২৩ সালে আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতিপাদ্য হচ্ছে ‘দক্ষতার বছর’। আমরা আরও শক্তিশালী ও গতিময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করছি।

জাকারবার্গ আরও বলেন, মাঝের স্তরের ব্যবস্থাপনা বাদ দেওয়ার জন্য কাজ করছে মেটা। একই সঙ্গে প্রকৌশলীদের আরও ফলপ্রসূ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে কাজ চলছে। সূত্র: বিবিসি

add

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

©itjagat@2023 All rights reserved.

Theme Customized By BreakingNews