একজন ব্যবহারকারী প্রতিদিন কি পরিমান ইন্টারনেট ব্যবহার করে তার গ্রাফিকাল চিত্র দেখার জন্য মাইক্রোটিক রাউটার এর গ্রাফিং কনফিগারেশন করতে হয়। একজন সিস্টেম এডমিনিস্ট্রেটর অথবা নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর এর জন্য এই গ্রাফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলস। অনেক সময় ব্যাবহারকারী ‘রা অভিযোগ করেন ইন্টারনে স্লো অথবা ইন্টারনেট কাজ করছেন না তখন এই গ্রাফ কনফিগার করা থাকলে খুব সহজেই তার ইন্টারনেট ব্যাবহার সম্পর্কে প্রতিদিনের, মাসিক এবং বাৎসরিক তথ্য পাওয়া সম্ভব। সুতারং মাইক্রোটিক রাউটার এ এই গ্রাফ কনফিগারেশনটি করে রাখুন যাতে করে ব্যাবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের সঠিক তথ্য আপনি পেতে পারেন।
গ্রাফ কনফিগারেশন এর ভিডিও টিউটোরিয়ালটি দেখুন
Leave a Reply