1. engmrjewel@gmail.com : admin :
নকল অ্যাপ চিনবেন যেভাবে - আইটি জগৎ
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
add

নকল অ্যাপ চিনবেন যেভাবে

  • শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৬০ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে সাইবার অপরাধীদের বড় কৌশল বা হাতিয়ার হলো মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ। সাইবার অপরাধীরা অনেক জনপ্রিয় অ্যাপের নকল তৈরি করে তার মাধ্যমে ফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে । একই সাথে স্মার্টফোন হ্যাক করে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করছে। এ জন্য বুঝেশুনে অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিচ্ছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞরা। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর যেখান থেকেই অ্যাপ ডাউনলোড করুন না কেন কিছু বিষয় লক্ষ্য রাখুন। অ্যাপটি নকল নাকি আসল তা চেনা যাবে খুব সহজেই-

► অ্যাপ ডাউনলোড করতে চেষ্টা করুন অফিশিয়াল অ্যাপ-স্টোর বা প্লে-স্টোর থেকে। অনেকেই বিভিন্ন অপরিচিত ওয়েবসাইট থেকে অ্যাপস ডাউনলোড করেন। এতে অনেক বেশি সম্ভাবনা থাকে নকল অ্যাপ স্মার্টফোনে ঢুকে যাওয়ার, তাই এ কাজ থেকে বিরত থাকুন।

► ডাউনলোড করার আগে অবশ্যই অ্যাপের ডেসক্রিপশন ভালোভাবে দেখে নিন। অ্যাপের ডেসক্রিপশনে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি থাকা মানেই হলো অ্যাপটি নকল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভুয়া অ্যাপ চেনার এটি সবচেয়ে সহজ উপায়।
► অ্যাপের রিভিউগুলো ভালো করে পড়ুন এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন । কারণ নকল অ্যাপে রিভিউ কখনো ভালো থাকে না।

► আরো একটি বিষয় বিবেচনায় আনুন সেটা হলো অ্যাপের ডাউনলোডের সংখ্যা। যদি কোনো অ্যাপ ভুয়া বা নিকল হয় তাহলে সেই অ্যাপের ডাউনলোড সংখ্যাও কম হবে। প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ মানুষই ডাউনলোডের সংখ্যা দেখে অ্যাপ ডাউনলোড করেন। রিলিজের সময়টাও বিবেচনায় আনুন। তাহলে সহজেই বুঝতে পারবেন কত সময়ের মধ্যে কতসংখ্যক মানুষ অ্যাপটি ডাউনলোড করেছে।

add

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

©itjagat@2023 All rights reserved.

Theme Customized By BreakingNews